নতুন করে আরো ৭টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। দুই মাস পর করা কমিটির সেই ৭ ফেডারেশন হচ্ছে সাঁতার, টেবিল টেনিস, কারাতে, ভলিবল, ভারোত্তোলন, শরীর গঠন ও ফেন্সিং।
এর আগে ক্রীড়াঙ্গনে সংস্কার করতে ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করেছিল এনএসসি। আজ এনএসির সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
সাঁতারের ১৯ সদস্যের কমিটিতে সভাপতি নৌবাহিনীর প্রধান। আগের সহসভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর এবারও সহসভাপতি। তার সঙ্গে সহসভাপতি হয়েছেন মিজানুর রহমান। সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনকে।
যুগ্ম সম্পাদক হয়েছেন সাবেক সাঁতারু নিবেদিতা দাসকে। সদস্য তালিকায় আছেন সদ্য সাবেক সাঁতারু আন্তর্জাতিক পদকজয়ী মাহফিজুর রহমান সাগর।
ভলিবলের কমিটিও ১৯ সদস্যের। কমিটির সভাপতি হয়েছেন জায়ান্ট গ্রুপের পরিচালক ফারুক হাসান।
আর গত দুই দশক ধরে ফেডারেশনে আধিপত্য দেখানো আশিকুর রহমান মিকুকে সরিয়ে সাধারণ সম্পাদক করা হয়েছে বিমল ঘোষ ভুলুকে।
টেবিল টেনিসের কমিটি হয়েছে ১৭ সদস্যের। কমিটিতে সভাপতি করা হয়েছে মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ জামানকে। সহসভাপতি পদে আগের কমিটির সহসভাপতি খন্দকার হাসান মুনির। সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক খেলোয়াড় মাকসুদ আহমেদ।
ভারোত্তোলনের ১৯ সদস্যের কমিটিতে সভাপতি করা হয়েছে উইং কমান্ডার (অব) মহিউদ্দিন আহমেদকে। নজরুল ইসলামের বদলে সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক খেলোয়াড় ও কোচ লে. কর্নেল ( অব.) শহিদুল ইসলাম চৌধুরী।
১৯ সদস্যের কারাতের কমিটিতে সভাপতি করা হয়েছে সাবেক খেলোয়াড় সাহজাদা আলমকে। বিগত কমিটির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন হয়েছেন সাধারণ সম্পাদক। অবশ্য আগেও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।
শরীর গঠনের সভাপতি হয়েছেন অতিরিক্ত আইজিপি ও পিবিআই প্রধান মোস্তফা কামাল। সাধারণ সম্পাদক সাবেক খেলোয়াড় ও চিকিৎসক এম কামরুজ্জামান। অন্যদিকে ফেন্সিংয়ের সভাপতি এশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম। সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম।